
সরাইল।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফরছন আলী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। রোববার রাত ১১টার দিকে উপজেলার অরুয়াইল রাজাপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফরছন আলী ওই এলাকার মৃত কালা গাজীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় আরাফাত উল্লাহ ও সাফিল উদ্দিনের মাঝে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে সাফিল উদ্দিনের পক্ষের একজন বিগত প্রায় ৮মাস আগে নিহত হয়েছে। এই ঘটনায় আসামী করে গ্রেফতার করা হয় আরাফাত উল্লাহর লোকজনকে। সম্প্রতি আরাফাত উল্লাহর লোকজন জামিনে বের হয়ে এলাকায় এসেছে। এনিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।এরই ধারাবাহিকতায় রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নতুন চকবাজার এলাকায় দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে৷ এর কিছুক্ষণ পরই সাফিল উদ্দিনের দলের বৃদ্ধ ফরছন আলীকে বাজার এলাকায় মৃত পাওয়া যায়। এরপরই বৃদ্ধ ফরছন আলীকে আরাফাত উল্লাহর লোকজন হত্যা করেছে অভিযোগ তুলে সাফিল উদ্দিনের দল। হামলা করে ভাংচুর করা হয় আরাফাত উল্লাহর লোকজনের ঘরবাড়ি।তবে আরাফাত উল্লাহর লোকজনের দাবি, ফরছন আলী বিকালে চক বাজারে চা খেতে এসেছিলেন। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এই মৃত্যুকে হত্যার রূপ দিতে মরদেহের শরীরে আঘাত করা হয়েছে।এবিষয়ে অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাপেন চক্রবর্তী বলেন, সেখানে কোন ঝগড়া হয়েছে বলে জানতে পারিনি। রাতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। বৃদ্ধ ফরছন আলী কিভাবে মারা গেছে তা এখনই বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।