আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

সরাইলের পানিতে ভাসমান আবস্হায় বৃদ্ধার লাশ উদ্ধার

সরাইল 26 August 2020 ৫৫৬

সরাইল।।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পানিতে ভাসতে থাকার ৫দিন পর ফুল বানু (৮৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে গ্রামবাসী। বুধবার সকালে উপজেলার জয়ধরকান্দি ফসলি জমির পানি উপর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে গ্রামবাসী। ফুল বানু জয়ধরকান্দি গ্রামের প্রয়াত আলাবক্সের স্ত্রী।প্রত্যক্ষদর্শী গ্রামবাসী সূত্র জানা যায়, শনিবার (২২ আগস্ট) সকালে লোকজন গ্রামের উত্তর দিকের পূর্ব পাশের ফসলি জমির পানির উপরে এক নারীর মরদেহ ভাসতে দেখেন। কিন্তু ভয়ে কেউ লাশের কাছে যাননি। গ্রামের চৌকিদারের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয় । কিন্তু ৫ দিনের মধ্যে কেউ লাশটি উদ্ধার বা সনাক্তের চেষ্টা করেননি। অবশেষে বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা ভাসমান অবস্থায়ই মরদেহটি উদ্ধার করেন। সনাক্ত করে জানা যায়, লাশটি হচ্ছে গ্রামের আলাবক্সের স্ত্রী ফুলবানু। ফুলবানুর দুই তরফে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ধারণা করা হচ্ছে জায়গা জমি সংক্রান্ত বিরোধের কারণেই ফুলবানুকে হত্যা করা হয়ে থাকতে পারে। ফুলবানুর ভাইয়ের ছেলে ওবায়দুল বলেন, গত শনিবার থেকেই লাশটি পানিতে ভাসছিল। সনাক্তের বিষয়ে কেউ তেমন গুরূত্ব দেয়নি।১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সালাহ উদ্দিন বলেন, লাশটি ৩ দিন ধরে পানিতে ভাসছে। পচে অনেকটা নষ্ট হয়ে গেছে। প্রথম দিকে সরাইলের পার্শ্ববর্তী নাসিরনগর সীমানায় ছিল মরদেহটি। আমাদের এলাকায় না পড়ায়, তাই আমরা গুরুত্ব দেয়নি। তবে মঙ্গলবার বিকেলের দিকে বাতাসে আমাদের কাছে এসেছে লাশটি। বুধবার সকালে গ্রামবাসী লাশের কাছে গিয়ে সনাক্ত করে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম এম নাজমুল আহমেদ বলেন, তিনদিন ধরে মহিলা নিখোঁজের ম্যাসেজ দিয়েছিল স্থানীয়রা। বুধবার (২৬ আগস্ট) সকালে লাশের খবর পেলাম। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।