
বাঞ্ছারামপুর।।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন জনকে কল করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার জানান, এক ইউপি সদস্য আমার সরকারি নম্বরে ফোন করলে আমার সিএ রিসিভ করেন। তিনি ফোনে সিএকে বলেন, আমি উনাকে ফোন দিয়েছি। কিন্তু আমি ওই ইউপি সদস্যকে কোন প্রকার ফোন দেয়নি। পরে খোঁজ নিয়ে বুঝতে পারি আমার ফোন নম্বরটি ক্লোন করা হয়েছে।তিনি বলেন, এই বিষয়ে ইউপি চেয়ারম্যান, সদস্য ও অফিসিয়াল সকলকে সতর্ক করে দিয়েছি। এই বিষয়ে সাধারণ ডায়েরী করা হচ্ছে।বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এই বিষয়ে বলেন, এই ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনত পদক্ষেপ গ্রহণ করা হবে।