
ব্রাক্ষনবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে সড়কের পাশ থেকে নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকার ডাবলু কমিশনারের বাড়ির কাছ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।নবজাতকটিকে উদ্ধার করা স্থানীয় আল-আমিন মিয়া জানান, রাতে সড়কের পাশে কিছু নড়তে দেখে কাছে যাই। সেখানে গিয়ে দেখি কাপড়ে মোড়ানো অবস্থায় একটি কন্যা শিশু কান্না করছে। শিশুটিকে উদ্ধার করে স্থানীয় গণ্যমান্য লোকজনদের ও পুলিশকে অবহিত করি।পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন জানান, শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। শিশুটিকে আপাতত হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে৷ বৈধ অভিভাবকের সন্ধ্যান না পাওয়া গেলে প্রশাসন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. শওকত হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, চিকিৎসকরা জানিয়েছে শিশুটির অবস্থা আশংকাজনক। ওই শিশুটির প্রচুর ঠান্ডা,কাশি ও শ্বাসকষ্ট দেখা দিয়েছে। শিশুটিকে অক্সিজেন দেওয়া হচ্ছে।ব্রাহ্মণবাড়িয়া শহর ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ নুরুল আমিন জানান, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি পরিচয় সনাক্ত করা যায়নি। শিশুর পরিবারের সন্ধান পেলে হস্তান্তর করা হবে। ইতিমধ্যে তার পরিবারের খুঁজে মাঠে কাজ করছে পুলিশ।