আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া শহরে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সদর 3 September 2020 ৪০৪
ব্রাক্ষনবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়া শহরে পুকুরের পানিতে পড়ে শামসুন্নাহার (১০) ও মিতু (৭) নামের দুই শিশু পানিতে ডুবে মারা গেছেন। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর দুপুরে জেলা শহরের মেড্ডার নোয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। শামসুন্নাহার ওই এলাকার প্রবাসী সাইদুর রহমানেত মেয়ে ও মিতু একই এলাকার নূর ইসলামের মেয়ে। স্থানীয়রা জানায়, প্রতিদিনই শামসুন্নাহার, মিতু সহ তাদের সহপাঠীরা এক সাথে খেলাধূলা করতো। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে শামসুন্নাহার ও মিতুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা শামসুন্নাহার, মিতু ও অপর আরেক শিশুকে একটি পুকুরে ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করে। উদ্ধারের পর শামসুন্নাহার ও মিতুকে অচেতন অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কিভাবে তারা পুকুরে পড়ে মারা গেছেন তা বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু মারা যায়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ শাহজাহান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে পরিবারের অভিযোগ থাকলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।