আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাক্ষণবাড়িয়ার গবেষক মুসা স্যারের মৃত্যু বার্ষিকী পালন করল ব্রাক্ষনবাড়িয়া রিপোর্টার্স ক্লাব

অন্যান্য, ব্রাহ্মণবাড়িয়া সদর, মুক্তমত, সারাদেশ 8 September 2020 ৬৩৫

ব্রাক্ষনবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ার গবেষক শিক্ষাবিদ সাদা মনের মানুষ মুহাম্মদ মুসা সারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণসভায় ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও স্মৃতিচারণ করেন, চিনাইর বঙ্গবন্ধু অনার্স কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কবি মহিবুর রহিম, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি জহিরুল ইসলাম স্বপন, রম্য লেখক ও নাট্যকার পরিলম ভৌমিক, কবি ও গীতিকার প্রভাষক এম এ হানিফ,কবি ও সাহিত্যিক বহু গ্রন্থের প্রনেতা আমির হোসেন,বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক,দৈনিক চলার পথে পত্রিকার সম্পাদক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া ফেরদৌস, কবি ও নাট্যকার সাদমান শাহিদ,রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন,রিপোর্টার্স ক্লাবের সদস্য আবু সোহেল সরকার, জাকির হোসেন জিকু ও বিশিষ্ট সর্দার আব্দুল মান্নান। সভায় স্যার এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ইসরাক হোসাইন। সভায় বক্তাগণ বলেন ব্রাহ্মণবাড়িয়াতে দ্বিতীয় গবেষক মুসা আর হবে না। তিনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বটবৃক্ষ ও পথ প্রদর্শক। তিনি চলে যাওয়ায় এখন ব্রাহ্মণবাড়িয়া অভিবাবক শূন্য।বক্তাগন মুসা স্যারের আলোচনা করতে গিয়ে বলেন স্যার এমন একজন মানুষ ছিলেন তিনি সকলের সাথেই বন্দুত্ব সুলভ আচরন করতেন।তিনি ছিলেন একজন বৃক্ষ প্রেমিক।তাকে মানুষ সারা জীবন স্মরন করবে।