আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়নগরে বৈদেশিক কর্মসংস্থান দক্ষতা ও সচেতনা বিষয়ক দিনব্যাপী কর্মশালার উদ্ভোধন করেন মোকতাদির চৌধূরী এমপি

বিজয়নগর 9 September 2020 ৫০০

বিজয়নগর।।

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈদেশিক কর্মসংস্থান দক্ষতা ও সচেতনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন বেসরকারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাধির চৌধুরী এম.পি।বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইয়াসির আরাফাতের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাসিমা লুৎফর মুকাই আলী, সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, বিজয়নগর থানার ওসি আতিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা আফরিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া প্রমুখ। কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অংশগ্রহণ করেন।