
বিজয়নগর।।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালিবাহী ট্রাক উল্টে খোকন মিয়া (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।রোববার (২০ সেপ্টেম্বর) বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।এর আগে শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আড়িয়া উচাব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত খোকন উপজেলার চান্দুরা ইব্রাহিমপুর গ্রামের মধু মিয়ার ছেলে। তিনি ট্রাকে বালি নামানো উঠানোর কাজ করতেন।বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এস.আই) রশিদ বলেন, শনিবার দিবাগত রাত ১টার দিকে অতিরিক্ত বালি নিয়ে ট্রাকটি উপজেলার চম্পকনগর থেকে আউলিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় পথে আড়িয়া উচাব্রিজটিতে উঠতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন গাড়িতে থাকা খোকন গাড়ির নিচে চাপা পড়ে মারা যান। ট্রাকটিতে অতিরিক্ত বালি নেওয়ার ফলেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।ওসি আতিকুর রহমান জানান, মৃত্যের পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারকে লাশ হস্তান্তর করা হয়েছে।