
ব্রাক্ষণবাড়িয়া।।
ব্রাক্ষণবাড়িয়া ভ্রমনে এসে শ্লীলতাহানির ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের সামনে জেলার স্বেচ্ছাসেবীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় জেলা শহরের পুনিয়াউট কাশবনে ঘুরতে আসা এক তরুণী পর্যটকের সাথে অসামাজিক ও আপত্তিকর কর্মকান্ডে জড়িত প্রধান অপরাধী রাহিম ও সহযোগিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।মানববন্ধনে সেবালক্ষে সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ মঈনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিডি ক্লিনের জেলা সমন্বয়ক সোহান মাহমুদ, প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়ার সাধারন সম্পাদক কোহিনুর আক্তার, ক্বওমী ব্লাড ব্যাংকের সদস্য মাওঃ রেদওয়ান আনসারী। পরিচালনা করেন স্বাধিকার নিউজ পোর্টালের সম্পাদক আসাদুজ্জামান আসাদ। মানববন্ধন টি শান্তিপূর্ণভাবে শেষ হয়।