আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পীর কৃতজ্ঞতা

অন্যান্য, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 24 September 2020 ৪৫৩

ব্রাক্ষণবাড়িয়া।।

বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পীর কৃতজ্ঞতা প্রকাশ
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী এক বিবৃতিতে জানিয়েছেন,আমি বিগত ৪ বছর ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি। এ সময় দায়িত্ব পালনকালে আমি ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের মাননীয় সাংসদ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা আল মামুন সরকার, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলামসহ কার্যকরী কমিটি, সকল সদস্যবৃন্দ ব্যাপকভাবে সহযোগিতা করেছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহায়তার কারণেই আমি দুই পর্বে ৪ বছর সাধারণ সম্পাদক এর দায়িত্ব সফলতার সাথে পালন করতে সক্ষম হয়েছি। এ কারণে আমি উপরোল্লেখিত সকল শ্রেণী-পেশার মানুষের কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো উল্লেখ করেন, গত ২১ সেপ্টেম্বরের নির্বাচনেও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ভালোবাসা-দোয়া-শুভ কামনা ছিলো। জয়-পরাজয়ের খেলায় আমি পরাজিত হলেও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্যদের ভালোবাসা ও সহযোগিতায় আমি আপ্লুত। আমার বিশ্বাস আগামী দিনেও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং সাংবাদিক সমাজ আমার পাশে থাকবেন। আশা করি আগামী দিনেও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব ও সাংবাদিকদের কল্যাণে নিজেকে নিবেদিতভাবে নিয়োজিত রাখব।