
নবীনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ইব্রাহিমপুর সাহা পাড়ায় শুক্রবার সকালে পল্লীবিদ্যুতের গাফিলাতির কারণে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয় পরিবারের অভিযোগ। সে ইব্রাহিমপুর সাহা পাড়ার শান্তি রঞ্জন সাহার স্ত্রী লক্ষী রাণী সাহা (৩৫)। অস্বীকার করেন পল্লীবিদ্যুত সমিতি, নবীনগর জোন অফিস ।