
ঢাকা।।
সাভারে চাঞ্চল্যকর দশম শ্রেণির ছাত্রী নীলা রায় (১৪) হত্যা মামলার প্রধান আসামি কিশোর গ্যাং সদস্য মিজানুর রহমান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) ও মামলার তদন্ত কর্মকর্তা নির্মল কুমার দাস।এর আগে বৃহস্পতিবার হত্যার মামলার এজাহারভুক্ত আসামী মিজানুরের বা-মাকে মানিকগঞ্জ সদর থানার চারিগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। পরে শুক্রবার সকালে তাদেরকে সাভার মডেল থানায় হস্তান্তর করে। দুপুরে তাদেরকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদের দুই দিনের পুলিশ রিমান মঞ্জুর করেছেন।সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, নীলা হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। পরে তার দেখানো জায়গা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, নীলা হত্যা মামলার প্রধান আসামি মিজানুরকে গ্রেপ্তারের মধ্য দিয়ে হত্যা মামলার এজাহার নামীয় সকল আসামিকে গ্রেপ্তার সম্পন্ন হলো।মিজানুরকে জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সঙ্গে আরও কেউ জড়িত ছিলো কি-না সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।