
আশুগঞ্জ।।
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ভেতর থেকে রাজেশ বিশ্বাস (২৩) নামের এক নৈশপ্রহরীর হাত, পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে আশুগঞ্জ ব্যাংকটির শাখা থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজেশ সিলেটের জকিগঞ্জ উপজেলার চান্দপুর এলাকার ক্ষিরোদ বিশ্বাসের ছেলে।আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এর আশুগঞ্জ শাখার ম্যানেজার থানায় হাজির হয়ে জানায়, ব্যাংকের নাইট গার্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সংবাদ পেয়ে তাৎক্ষনিক অফিসার ইনচার্জ সংঙ্গীয় ফোর্স ও ব্যাংক ম্যানেজারকে নিয়ে উক্ত ব্যাংকের গেইটে উপস্থিত হয়ে তালা কেটে ভিতরে প্রবেশ করে এবং প্রধান ফটকের উত্তর পাশে ফ্লোরে গামছা দিয়ে হাত-পা ও মুখ বাধা অবস্থায় নাইট গার্ড রাজেশ বিশ্বাস এর লাশ দেখতে পায়।তিনি আরও বলেন, প্রাথমিকভাবে দেখা যায়, ব্যাংকের অভ্যন্তরে ও বাহিরে সিসি ক্যামেরাগুলো শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ২টা পর্যন্ত সচল ছিল যার ফুটেজ দেখা যায়। পরবর্তী সময়ের কোন ফুটেজ আর দেখতে পাওয়া যায়নি। সিসি ক্যামেরাগুলো অচল করে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্যাংকের অফিস কক্ষের অভ্যন্তরে কিছু আলমিরা, ড্রয়ার ও কাগজপত্র তছনছ অবস্থায় দেখা যায়। ব্যাংকের ভোল্টের হাতল ভাঙ্গা ও তালা লক অবস্থায় দেখা যায়। ভোল্টের তালা লক অবস্থায় রয়েছে বলে ব্যাংক ম্যানেজার প্রাথমিকভাবে জানায়। ব্যাংকের ক্যাশিয়ার ও সেকেন্ড অফিসারের রক্ষিত ভোল্টের দু’টি চাবি ব্যাংকের গোপণীয় স্থানে রাখা হয়েছিল যা বর্তমানে পাওয়া যাচ্ছে না। ব্যাংকের ভোল্টের টাকা খোয়া গেছে কিনা তা ব্যাংকের ম্যানেজার নিশ্চিত করতে পারেনি।জাবেদ মাহমুদ আরও জানান, পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেনন। এই ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত আছে। এছাড়া সিআইডি ও পিবিআই এর বিশেষ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনুসন্ধান অব্যাহত রেখেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।