
ব্রাক্ষণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ করেছে সোমবার (৫অক্টোবর)। দায়িত্বভার গ্রহণ করার পর আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ছিল প্রথম দিন। প্রথম দিন প্রেসক্লাবে কার্যালয়ের চেয়ারে নিজের মা’কে বসালেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। এসময় নবনির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সদ্য সাবেক সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাবেক সিনিঃ সহ সভাপতি আল আমিন শাহীন, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান খান, আরটিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল, আমাদের নতুন সময়-এর জেলা প্রতিনিধি আবুল হাসনাত মোঃ রাফি।