আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

হাসপাতালে গৃহবধূর মরদেহ ফেলে পালালো শ্বশুরবাড়ির লোকজন

ব্রাহ্মণবাড়িয়া সদর 8 October 2020 ৪৮৯

ব্রাক্ষণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সদর হাসপাতালে সাথী আক্তার (২৮) নামের এক গৃহবধূর মরদেহ ফেলে পালিয়েছে স্বামীর বাড়ির লোকজন।বৃহস্পতিবার দুপুরে নিহতের বাবার বাড়ির লোকজন গিয়ে মরেদহটি উদ্ধার করে। নিহত সাথী জেলার সদর উপজেলার  চিনাইর খেওয়াই গ্রামের প্রবাসী শাহীন মিয়ার স্ত্রী।সাথীর পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে শ্বশুড়বাড়ির লোকজন সাথীকে নির্যাতন করে আসছিল। বুধবার রাতে স্বামীর বাড়ির লোকজন জানায় সাথী স্ট্রোক করেছে। পরবর্তীতে স্বামীর বাড়ির লোকজনের সাথে যোগযোগ করতে চাইলে তারা নানা টালবাহানা শুরু করে।পরে বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে সদর হাসপাতালের গিয়ে দেখা যায় সাথীর মরেদহ পড়ে রয়েছে। ওই সময় শ্বশুরবাড়ির কাউকে পাওয়া যায়নি।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।