আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

পোড়া তেল দিয়ে খাদ্য তৈরী শাহী বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া সদর 16 October 2020 ৪৭৪

ব্রাক্ষণবাড়িয়া।।

পোড়া তেল দিয়ে খাদ্য পণ্য প্রস্তুত করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্রে শাহী বেকারিকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার প্রশান্ত কুমার বৈদ্য।নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য জানান, জেলা শহরে টিএ রোডের শাহী বেকারির কারখানায় গিয়ে অস্বাস্থ্যকর অবস্থায় পোড়া তেল দিয়ে খাদ্য পণ্য প্রস্তুত করতে দেখা যায়। এর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ এবং ৫৩ ধারায় ৫ হাজার জরিমানা করা হয়। পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্য সম্মত উপায়ে খাদ্য পণ্য প্রস্তুত করতে বলা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।এসময় প্রসিকিউটর হিসাবে ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর সফিউর রহমান।