আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়ায় ট্রাকচাপায় এক শিশু নিহত

আখাউড়া 18 October 2020 ৩৮৮

আখাউড়া।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকচাপায় হাসান (৮) নামে এক শিশু নিহত হয়েছে। শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, হাসান জেলার নবীনগর উপজেলার দুলাল মিয়ার ছেলে। তারা আখাউড়া রেলওয়ে কলোনির উচ্ছেদ অভিযানের পর নারায়নপুর আখাউড়া-আগরতলা সড়কের পাশে অস্থায়ী ভাবে বসবাস করে আসছিলেন।রোববার দুপুরে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ এর সামনে ট্রাকচাপায় গুরুতর আহত হলে হাসানকে উদ্ধার করে স্থানীয় লোকজন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতলে নেওয়ার পথে কিছুক্ষণের হাসান মৃত্যুবরণ করেন।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল আহমেদ নিজামী জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘাতক ট্রাক জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহত শিশুর পরিবারের লিখিত অভিযোগের প্রাপ্তিস্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।