আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট চলছে 

সরাইল 20 October 2020 ৩৬৯
সরাইল।।

সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট চলছে। ভোট শুরু হয় সকাল ৯ টা থেকে। পরের ২ ঘণ্টায় রসুলপুর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট কাষ্ট হয় ১২’শ। অবশ্য ভোটারদের ভীড় ছিলো চোখে পড়ার মতো। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবদুল আজিজ জানান, ৪০ভাগ ভোট কাষ্ট হয়েছে। কেন্দ্রের মোট ভোটার ২৬৬০। উপ-নির্বাচনের ভোট গ্রহণে কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন প্রশাসন। এক এসআই’র নের্তৃত্ব ৬ পুলিশ সদস্য ছাড়াও ১৭ আনসার সদস্য মোতায়েন করা হয় প্রতি কেন্দ্রে। একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করেন সার্বক্ষনিক।এছাড়া কেন্দ্র ঘিরে ছিলো বিজিবি ও র‌্যাব এর উপস্থিতি। ১০টি কেন্দ্রের প্রতিটিতে ভোটার উপস্থিতি আর নিরাপত্তার একই চিত্র রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ইউনিয়নের ভোটার ২৪০৫১ জন। এরমধ্যে পুরুষ ১২৪৫২জন আর নারী ভোটার ১১৫৯৯ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদন্ধীতা করছেন। তারা হচ্ছেন নৌকা প্রতীকে হাবিবুর রহমান, আনারস প্রতীকে মোহাম্মদ হুমায়ুন কবির, মিনার প্রতীকে মাওলানা আসাদুল্লাহ, লাঙ্গল প্রতীকে হাজী মোহাম্মদ বাহার মোল্লা। গত ১০জুলাই ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিয়া মারা গেলে চেয়ারম্যানের পদটি শূণ্য হয়।