আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

সরাইলে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সরাইল 2 November 2020 ৩৪৩

সরাইল।।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সুমন মিয়া (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।সোমবার উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের বড়পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সুমন পাকশিমুল গ্রামে বিয়ে করে ঘরজামাই হিসেবে থাকতো। সে নোয়াখালী জেলার লক্ষীপুর গ্রামের মনির মিয়ার ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সুমন মিয়া ওই গ্রামের রমজান আলীর বাড়িতে নারিকেল গাছ পরিষ্কার করতে গাছে ওঠে। এসময় গাছটির পাশে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে সে মারা যায়।সরাইল থানার ডিউটি অফিসার সৈয়দ আশরাফ উদ্দিন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।