আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে গৃহবধূর লাশ উদ্ধার

নবীনগর 4 November 2020 ৪৬৭

নবীনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশ সুমি আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর শ্বশুর বাড়ির লোকজন এটিকে আত্মহত্যা বললেও ওই গৃহবধূর বাবার বাড়ির লোকজন এটিকে পরিকল্পিত হত্যা বলে অভিযোগ করেছেন।পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার শ্রীরামপুর গ্রামের (দত্ত বাড়ি সংলগ্ন) সাহেব আলীর ছেলে জয়নাল মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর এলাকার হোসেন মিয়ার মেয়ে সুমি আক্তারের বিয়ে হয়। বর্তমানে তাদের দেড় মাস বয়সী একটি শিশু সন্তানও রয়েছে।এলাকাবাসী জানান, ঘটনার দিন আজ দুপুরের পর গৃহবধূ সুমিকে তার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশীরা। পরে বাড়ির লোকজন তাকে দ্রুত নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সুমির পরিবারের লোকজনের অভিযোগ, ‘স্বামীর বাড়ির লোকজন সুমিকে পরিকল্পিতভাবে গলা টিপে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করছে।’তবে স্বামীর বাড়ির লোকজন বলছেন, ‘পারিবারিক কলহের জেরে সুমি নিজেই অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।’
এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. খাইরুল ইসলাম বলেন, ‘প্রাথমিক অবস্থায় শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে গলায় বেশ কালো দাগ ছিল।’লাশ উদ্ধারকারী নবীনগর থানার এস আই শেখ আজিজুর রহমান সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে এটি হত্যা না আত্মহত্যা সেটি ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই বলা যাবে।’