
আখাউড়া।।
আখাউড়ায় পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।রেলওয়ের উন্নয়ন কাজ করার সময় বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি পরিত্যক্ত মর্টার শেল পাওয়া যায়। পরে পৌর এলাকার নারায়ণপুর বাইপাসে একটি ভাঙারির দোকানে বিক্রি করে দেওয়া হলে সেখান থেকে পুলিশ উদ্ধার করে।ভাঙারি দোকানের মালিক আলমগীর মিয়া জানান, মঙ্গলবার বিকালে রেলওয়ের উন্নয়ন কাজ করতে থাকা তমা কনস্ট্রাকশন কম্পানির শ্রমিকরা পুরাতন রডসহ মর্টার শেলটি বিক্রি করে। বুধবার এটি দেখে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী বলেন, শেলটি নিরাপদ স্থানে ড্রামভর্তি পানিতে রাখা হয়েছে। মর্টার শেলটি পুরাতন এবং পরিত্যক্ত। এটি পরীক্ষার জন্য বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। এটি মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে।