
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া রেললাইন পাশ থেকে ট্রেনের ধাক্কায় নিহত অজ্ঞাত এক ব্যক্তির(৫০) লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার(১২ই নভেম্বর) রাত ৯টার দিকে শহরের কাউতলী রেললাইন সংলগ্ন পূর্বপাড়া ছোট মসজিদের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্থানীয় কয়েকজন ছেলে রেলপাশের একটি মাঠে ব্যাডমিন্টন খেলতে যাওয়ার সময় রেললাইনের পূর্ব পাশে একজন অজ্ঞাত ব্যক্তি অসচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় ছেলেরা রেলওয়ে থানাকে খবর দিলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মামুন মৃত ঘোষণা করেন।ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে থানার(আইসি) উপ-পুলিশ পরিদর্শক মো. সেতাফুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত হয়ে জানান, ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়েই এই ব্যক্তির মৃত্যু হয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরিবারের কোন খোঁজ পাওয়ান যায়নি। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।