আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে দু’শ বছরের প্রাচীন মন্দিরের চুরি হওয়া মুর্তি উদ্ধার

নবীনগর 20 November 2020 ৫০৬

নবীনগর।।

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগরে দু’শ বছরের বেশি প্রাচীন মন্দিরে চুরি হওয়া মূর্তি ও মালামাল উদ্ধার করেছে পুলিশ।দূর্ধষ এই চুরির মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ঘটনার সাথে যুক্ত আসামীদের গ্রেপ্তারে সক্ষম হয় নবীনগর থানা পুলিশ।উল্লেখ্য গত ১৯ নভেম্বর ২০২০ইং তারিখ ভোররাতে নবীনগর পৌরসভার ভোলাচং সাহা পাড়া ঠাকুর বাড়ীর শ্রী শ্রী গনেশ মন্দিরে চুরির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল জনাব মকবুল হোসেন এর সার্বিক তত্বাবধানে অফিসার ইনচার্জ জনাব আমিনুর রশিদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন নবীনগর থানার নের্তৃত্বে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে মন্দিরে চোরাইকৃত মালামাল উদ্ধার করে এ সময় ঘটনার সাথে জড়িত ভোলাচং পশ্চিম পাড়ার আব্দুল হান্নান মিয়ার পুত্র মোঃ নাসির (২২), পার্শ্ববর্তী নারায়নপুর গ্রামের মৃত নুরু মিয়ার পুত্র মোঃ জসিম উদ্দীন (৩৫), ভোলাচং গ্রামের মৃত হাজী আব্দুল মালেক মিয়ার পুত্র রইছ মিয়া (৩৫), একই গ্রামে চৌধুরী বাড়ির মৃত আব্দুল মান্নান মিয়ার পুত্র মোঃ কাজল (২২)একই বাড়ির জামিল মিয়ার পুত্র মোঃ রিদয় মিয়া (১৫) গ্রেফতার করে।এ সময় চোরাইকৃত ৮ টি মূর্তি সহ চুরি হওয়া অন্যান্য মালামাল উদ্ধার করে।