আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সদর 26 November 2020 ৩৭৩

ব্রাক্ষণবাড়িয়া।।

ব্রাক্ষণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মাইনুদ্দিন পৌর এলাকা ভাদুঘরের জালু মিয়ার ছেলে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় এই ঘটনায় হৃদয় (১৭) নামের আরও এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে। হাসপাতালে আসা মাইনুদ্দিনের ভাই মাসুম মিয়া জানান, জেলা শহরের কলেজপাড়ায় নির্মাণাধীন একটি তিনতলা ভবনের ছাদের ঢালাই দিতে মাইনুদ্দিন সহ শ্রমিকরা কাজ করছিলেন।বৃহস্পতিবার দুপুরের ছাদের রড বিছানোর সময় পাশের বিদ্যুতের খুঁটিতে স্পৃষ্ট হয়। এসময় রড হাতে থাকা মাইনুদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার সাথে থাকা হৃদয় আহত হয়। পরে হতাহতদের জেলা সদর হাসপাতালে অন্যান্য শ্রমিকরা নিয়ে আসে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ দিলে আইননুসারে ব্যবস্থা নেয়া হবে।