আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

প্রাইভেটকার থেকে চোরাই গরু উদ্ধার।। আটক এক

সরাইল 4 December 2020 ৪৩৬
সরাইল।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরু চুরি করে প্রাইভেটকারে ভেতরে ঢুকিয়ে পালানোর সময় ফারুক মিয়া (৪০) নামক এক চোরকে আটক করে হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।শুক্রবার (৪ ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায় ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, আটক ফারুক মিয়া হবিগঞ্জ জেলার লাখাইয়ের ইসমাইল মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্প এলাকায় গরুটি চুরি করে প্রাইভেটকারে ঢুকিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল। এসময় গরুটি ডাকছিল।ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজনের বিষয়টি নজরে পড়ে। কুট্রাপাড়া মোড়ে প্রাইভেটকারটি আটক করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।গরুটি মৌলভীবাজার জেলায় পালিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান আটক চোর ফারুক মিয়া।