আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া শিল্পী কল্যাণ পরিষদের সভাপতি তৌছির॥ সেক্রেটারী সাগর

বিনোদন, মুক্তমত 4 December 2020 ৬৩৯

ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার শিল্পীদের কল্যাণে গঠিত শিল্পী কল্যাণ পরিষদের জরুরী সাধারণ সভা গতকাল ৪ ডিসেম্বর ২০২০ শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে বিকাল ৩টায় সংগঠনের উপদেষ্টা সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র ওস্তাদ আলী মোসাদ্দেক মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাম্প্রতিক সময়ের অরাজকতা ও ব্যক্তি স্বেচ্ছাচারিতা নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। সংগঠনের সদ্য বহিস্কৃত সাধারণ সম্পাদক আনিছুল হক রিপনকে সংগঠনের হিসাব দেওয়ার জন্য অনুরোধ জানানোর পরও সভায় উপস্থিত না হওয়াকে চরম ধৃষ্টতরপূর্ণ বলে মন্তব্য করা হয়। ইতিপূর্বে তিতাস ললিতকলা একাডেমীর তহবিল তছরূপ ও নারী কেলেঙ্কারীর জন্য রিপনকে বহিস্কার করা হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের হিসাব না দেওয়া, একক আধিপত্য বিস্তার, নারী শিল্পীদের অভিযোগের ভিত্তিতে তাকে সেখান থেকে ও বহিস্কার করা হয়েছিল। অংকুর শিশু কিশোর সংগঠনের নাম দিয়ে অন্নদা সরকারি স্কুলের পূর্ব দিকে অফিস নিয়ে সেখানেও নারী কেলেঙ্কারীর জন্য অফিস স্থানান্তরে বাধ্য হয়েছিল। আবারও শিল্পী কল্যাণ পরিষদে আগের খেলা শুরু করেছে। কোন ও হিসাব না দেওয়া, নারী কেলেঙ্কারী এবং কমিটিকে না জানিয়ে একক সিদ্ধান্তে চাঁদা আদায়, প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান ঘোষণা করে চরম অনিয়মতান্ত্রিক কার্যক্রম পরিচালনা করছে। এহেন পরিস্থিতিতে সাংস্কৃতিক রাজধানী ব্রাহ্মণবাড়িয়ার সুনাম অক্ষুন্ন রাখার স্বার্থে আজকের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, যেহেতু কমিটির মেয়াদ ২ বছর হয়েছে সে জন্য নতুন করে কমিটি পুনগঠন করতে হবে। উপস্থিত সদস্যদের প্রস্তাবের প্রেক্ষিতে শফিকুল ইসলাম তৌছিরকে সভাপতি পুন:নির্বাচিত করা হয়েছে। সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন শিল্পী ফরিদ আহমেদ সাগর। সিনিয়র সহ-সভাপতি গীতিকার সুরকার, নাট্যজন আনোয়ার হোসেন সোহেল, সহ-সভাপতি শিল্পী পাপিয়া চৌধুরী, সহ-সভাপতি যন্ত্র শিল্পী সুরকার আঃ রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক যন্ত্র শিল্পী সুদীপ্ত সাহা মিঠু, সাংগঠনিক সম্পাদক শিল্পী মোঃ শাহজাহান, সহ-সাংগঠনিক সম্পাদক শিল্পী সোহেল রানা, সহ সাংগঠনিক সম্পাদক শিল্পী দেবাশীস দেবু, কোষাধ্যক্ষ যন্ত্র শিল্পী বাবু মুন্সী, দপ্তর সম্পাদক মোঃ ফোরকান আহমেদ সুহৃদ, প্রচার সম্পাদক যন্ত্র শিল্পী আইফাত ইসলাম, তথ্য প্রযুক্তি সম্পাদক শিল্পী মোঃ আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক যন্ত্র শিল্পী বিপু মুন্সী, আইন বিষয়ক সম্পাদক শিল্পী এড: দিলসাদ বেগম, সহ আইন বিষয়ক সম্পাদক শিল্পী এড: শিমু আক্তার, আপ্যায়ন ও আমোদ প্রমোদ সম্পাদক শিল্পী মোঃ সম্রাট হোসেন রবিন, ক্রীড়া ও বিনোদন সম্পাদক যন্ত্র শিল্পী মোঃ জাকির হোসেন রাজা, সদস্য তাসলিমা রহমান মিনু, যন্ত্র শিল্পী বাবুল মালাকার, শিল্পী অভিজিৎ সাহা, শিল্পী ফাইরোজ আতকিয়া প্রমি। সংগঠনের উপদেষ্টা হিসাবে থাকবেন ওস্তাদ আলী মোসাদ্দেক মাসুদ, গীতকার মোঃ ইব্রাহিম খান সাদাত, গীতকার মোঃ শেখ ফরিদ, তোফাজ্জল হোসেন জীবন, গীতিকার দেওয়ান মারুফ, শিল্পী মোজাম্মেল চৌধুরী, কাউন্সিলর মিজান আনসারী, নাট্যজন আব্দুল মালেক। সভায় আরো সিদ্ধান্ত গৃহীত হয় যে, সংগঠনের শৃঙ্খলার স্বার্থে জরুরী ভিত্তিতে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে। সকল হিসাব ব্যাংকের মাধ্যমে সম্পাদন করতে হবে এবং যে কোন অনুদান/দান ছাপানো রশিদের মাধ্যমে গ্রহণ করতে হবে। যে কোন খরচ ভাউচারের মাধ্যমে সম্পাদক করতে হবে। সর্বশেষ যে বিষয়ে সিদ্ধান্ত হয় তা হলো উল্লেখিত সদস্যগণ ব্যতীত অন্য কেউ যদি ব্রাহ্মণবাড়িয়া শিল্পী কল্যাণ পরিষদের নাম ব্যবহার করে তার বা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আনিছুল হক রিপন যেহেতু সভায় উপস্থিত থেকে হিসাব দেননি তাকে আইনগত নোটিশ প্রদান করতে হবে। শিল্পীদের কল্যাণ নিশ্চিত করা ও ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি অঙ্গনের শুদ্ধতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়। দোষীদের আশ্রয় প্রশ্রয় না দেওয়ার জন্য শুদ্ধ ধারায় শিল্পীদের প্রতি আহবান জানানো হয়।