আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

কসবায় বাস উল্টে খাদে শিক্ষক নিহত

কসবা 6 December 2020 ৪৭৩

কসবা।।

কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায় আজ বিকালে সিলেট অভিমুখী যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ঘটনাস্থলে মো. সিরাজুল ইসলাম (৫০) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। এসময় প্রায় ১০জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে।নিহত মো. সিরাজুল ইসলাম (৫০) এর বাড়ি কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের ধামসার গ্রামে। তিনি ধামসার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এঘটনা নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মেয়ের বিয়ের দাওয়াত নিয়ে বিকেলে সিরাজুল ইসলাম কুমিল্লা থেকে ছেড়ে আসা সিলেট গামী বাসে করে জেলা শহরে যাচ্ছিলেন। নিহতের বাড়ি থেকে প্রায় ৪ কিলোমিটার অদুুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ এলাকায় উল্টে গিয়ে খাদে পড়ে যায় বাসটি। এসময় বাসের নিচে চাপা পড়ে মারা যায় শিক্ষক সিরাজুল ইসলাম। দুর্ঘটনার শিকার যাত্রীদের আর্তচিৎকারে স্থানীয়রা এসে নিহত লাশ উদ্ধার ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সন্ধ্যায় হাইওয়ে পুলিশ এসে দুর্ঘটনার শিকার বাসটিকে উদ্ধার করে নিয়ে যায়।খাঁটিহাতা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, যাত্রীবাহী বাসটি বিপরীত দিক থেকে আসা গাড়িকে সাইড দেয়ার সময় সড়কেত বাহিরে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাড়ে পড়ে যায়। এতে চাপা পড়ে একজন নিহত হয়েছে।