আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

পাকিস্তানী দালালগুলো এখনো বাংলাদেশে আছে–উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 6 December 2020 ৬৯০

ব্রাক্ষণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, মহান একাত্তরে যারা স্বাধীনতার বিরোধীতা করেছিলো, মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিলো এমনকি তথাকথিত নিরপেক্ষতার নামে পাকিস্তানী বর্বর বাহিনীকে সমর্থন করেছিলো সেই পাকিস্তানী দালালগুলো এখনো বাংলাদেশে আছে। সেই পাকিস্তানী দালাল ও তাদের সন্তানেরাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধীতায় নেমেছে।তিনি রোববার বিকালে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলার প্রতিবাদে জেলা আওয়ামীলীগ আয়োজিত বিক্ষোভ মিছিলের উদ্ধোধনী বক্তব্যে এ কথা বলেন।এসময় মোকতাদির চৌধুরী এমপি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য আমাদের ইতিহাস ও ঐতিহ্যের প্রতিক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতিক। এই প্রতিকের বিরুদ্ধে যারা আস্ফালন করবে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে আমরা অনমনীয়। এ ব্যাপারে কাউকে ছাঁড় দেয়া হবে না।তিনি আরো বলেন, আপনাদের সহযোগিতা ছাড়াই আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং বর্তমানে এগিয়ে যাচ্ছি। আমরা আপনাদের সহযোগিতা নয় আল্লাহর সহযোগিতা চাই। তিনি আমাদের অতীতেও সহযোগিতা করেছেন এখনো করছেন।এসময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহসভাপতি পৌর মেয়র মিসেস নায়ার কবীর, মুজিবুর রহমান বাবুল, জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূঞা, যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এড.মাহবুবুল আলম খোকন, উপ-প্রচার সম্পাদক স্বপন রায়, উপ-দপ্তর সম্পাদক মো. মনির হোসেন, কার্যকরী সদস্য জায়েদুল হক, জাহাঙ্গীর আলম, মাহমুদুল হক ভূঞা, শাহআলম, ফারুক আহমেদ, সৈয়দ মো. আসলাম, মাহমুদুর রহমান জগলু, হাবিবুল্লা বাহার, কাচন মিয়া, খোকন কান্তি আচার্য, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এমএইচ মাহবুব আলম, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি এড. শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা কৃষকলীগ সভাপতি সাদেকুর রহমান শরীফ,জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এড.লোকমান হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ, জেলা শ্রমিকলীগ ভারপ্রাপ্ত সভাপতি আলাল উদ্দিন আলাল, জেলা যুব মহিলা লীগ সভাপতি রাবেয়া খাতুন রাখী, সাধারণ সম্পাদক আলম তারা দুলি, জেলা তাঁতীলীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লোকনাথ টেংকের পাড়ে গিয়ে শেষ হয়।