আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় অফিস কক্ষ থেকে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সদর 8 December 2020 ৪৩৭

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরে পুনিয়াউট এনজিও অফিস কক্ষ থেকে একজন এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহতের নাম যুবায়ের আহমদ(২০)। তিনি উপজেলার মজলিশপুর ইউনিয়নের দারমা এলাকার আনিস মিয়ার ছেলে ও স্থানীয় বেসরকারী প্রতিষ্ঠান স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়া এনজিও অফিসে কর্মরত ছিলেন।মঙ্গলবার(৮ই ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পুলিশ যুবায়ের আহমদের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এব্যাপারে সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১লা ডিসেম্বর স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়া এনজিও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন। গতকাল রাতে অফিস কক্ষে কারেন্টের তার দিয়ে ফাঁসি লাগেন। সকালে দরজা ভেংগে ভিতর৩ ঢুকে যুবায়েরের ঝুলন্ত লাশ চোখে পড়ার পর পুলিশকে জানানো হয়। পরে দুপুরে পুলিশ উদ্ধার করে সরকারি হাসপাতালের মর্গে পাঠান৷ তবে তার সাথে থাকা কিছু আলামত সংগ্রহ করেছে পুলিশ।এ ব্যাপারে স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার ডিরেক্টর
এসএম শাহীন জানান, নিহত যুবায়ের আমাদের কর্মী ছিল। গত ১লা ডিসেম্বর স্বনির্ভরে ফিল্ড অফিসার হিসেবে চাকরি নেন। আমার জানামতে তার সাথে অফিসের কোন ঝামেলা ছিল না।সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, পুনিয়াউট এনজিও অফিস কক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর এটি হত্যা না আত্বহত্যা তা পরিস্কার হওয়া যাবে।