আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া সদর 16 December 2020 ৪১২

ব্রাক্ষণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। গতকাল বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরপর ‘স্বাস্থ্যবিধি মেনে’ ফারুকী পার্কে অবস্থিত স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ সুপার আনিসুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশ শ্রদ্ধাঞ্জলী জানানোর পর আওয়ামীলীগ,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ,বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, বিএনপি,জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি,জাতীয় পার্টি,প্রেসক্লাব,রিপোর্টার্স ক্লাব,নোঙ্গর, সিপিবি মহিলা পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও দিনটি পালনে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভার্চুয়াল আলোচনাসভা, দোয়া মাহফিল, কারাগার-হাসপাতাল-সরকারি শিশু পরিবারে বিশেষ খাবার বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচি নেয়া হয়েছে।