আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাক্ষণবাড়িয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সদর 17 December 2020 ৩৭২

ব্রাক্ষণবাড়িয়া।।

ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলার বেহাইর গ্রামের নাগর বাড়ি পূর্ব পাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু। এক বছরের শিশু তাছিন ওই এলাকার কৃষক দুলাল মিয়ার ছেলে। তাছিনের পিতা দুলাল মিয়া জানান, সকালের দিকে আমি স্থানীয় বাজারে চলে যাই। দুপুরের দিকে তাছিনের মা রান্না করছিল, তখন তাছিন বাড়ির উঠানে খেলা করছিল। এর কিছুক্ষণ পর তাকে আর খোঁজে পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্যরা শিশু তাছিনের দেহ বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এবিএম মোসা চৌধুরী জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।