আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাক্ষণবাড়িয়ায় বালু চাপায় এক কিশোরের মরদেহ উদ্বার

ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 17 December 2020 ৩৩৬

ব্রাক্ষণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় বালুচাপা দেয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে শহরতলীর ছয়বাড়িয়া এলাকায় নির্মাণাধীন একটি প্রজেক্টের ভেতর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। ছয়বাড়িয়া এলাকার দুলাল মিয়া মরদেহের পরিহিত জ্যাকেট, জুতা ও কাপড় দেখে এটি তার ছেলে রনি (১৪) বলে প্রাথমিকভাবে মনে করছেন। তিনি জানান, ‘তার ছেলে রনি গত ৬ দিন ধরে অটো রিকশাসহ নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল।’ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান জানান, ‘মরদেহটি জিডি করা সেই কিশোরের কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। শনাক্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।