আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়ায় আত্মহত্যায় বাধ্যকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

আখাউড়া 18 December 2020 ৩৯৫

আখাউড়া।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারভেজ কে আত্মহত্যায় বাধ্যকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় লোকজন। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার মোগরা ইউনিয়নের গঙ্গাসাগর রেলগেইটের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে কালু মিয়া,জিবন,ইদনসহ গংদের বিচারের দাবী করা হয়।পারভেজের মা সহ উপস্থিত লোকজনের দাবি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার খৈয়াসার গ্রামের তকদির সেনেটারী দোকানে মিস্ত্রি হিসেবে ৯ বছর দায়িত্বরত ছিলেন নিহত পারভেজ মিয়া। কর্মরত থাকা অবস্থায় তার তিন থেকে চার বছরের পারিশ্রমিক আটক করে তকদির সেনেটারী দোকানের স্বত্বাধিকারী জীবন মিয়া সে উক্ত গ্রামের কালু মিয়ার ছেলে।
পারিশ্রমিকের টাকা না পেয়ে যতবার পারভেজ টাকা চেয়েছে বারংবার তাকে মারধর করেছে। দোকান মালিক জীবন মিয়া ঘটনার জের ধরে গত ৬ ডিসেম্বর সকালে তার মোবাইলে একটি ফোন আসলে সে দোকানে চলে যায়।এরপর পারভেজ তার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে সরাসরি লাইভে এসে জানান’জিবন ভাই তোমাকে শান্তি করে গেলাম’ এরপর তার মৃত্যুর খবর আসে এটা হত্যা নাকি আত্মহত্যা সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিচার দাবি করেছেন তার মা সহ স্থানীয় লোকজন।
নিহত পারভেজের মা জরিনা খাতুন জানান আমার স্বামী নেই একমাত্র ছেলেকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলাম সে স্বপ্ন ধ্বংস করেছে জীবন মিয়া,কালু মিয়া,ইদন মিয়া এ বিষয়ে মামলা করা হলে আমাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে মামলা তুলে নেয়ার জন্যে। আমি এখন নিরুপায় একদিকে সন্তান হারানোর বেদনা অন্যদিকে মামলা তুলে নিতে নানাবিধ হুমকি দেওয়া হচ্ছে।সুস্থ বিচারের জন্য আমি সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি।