আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

দায়িত্ব অবহেলার অভিযোগে অরুয়াইল পুলিশ ফাড়ির ইনচার্জ প্রত্যাহার

সরাইল 19 December 2020 ৩৭৮

সরাইল।।

সরাইল উপজেলার অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এস আই, বাপন চক্রবর্ত্তীকে দায়িত্ব অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান বৃহস্পতিবার রাতে অরুয়াইল পুলিশ ফাঁড়ির দায়িত্ব থেকে বাপন চক্রবর্ত্তীকে প্রত্যাহারের নির্দেশ দেন বলে জানা গেছে। শুক্রবার দুপুরে বাপন চক্রবর্ত্তী ফাঁড়ির এস আই আবু ইউছুফের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১০টার দিকে অরুয়াইল পুলিশ ফাঁড়ির পুলিশ উপজেলার পাকশিমুল বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি গুলি ও চারটি ইয়াবা বড়ি উদ্ধার করে। গুলি ও মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি অরুয়াইল পুলিশ ফাঁড়ির পুলিশ বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর দুপুর পর্যন্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেনি। এ ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান বৃহস্পতিবার রাতে অরুয়াইল পুলিশ ফাঁড়ির দায়িত্ব থেকে বাপন চক্রবর্ত্তীকে প্রত্যাহারের নির্দেশ দেন। উপ-পরিদর্শক এস আই বাপন চক্রবর্ত্তী সাংবাদিকদের বলেন, ‘গুলি ও ইয়াবা পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের মাধ্যমে ফাঁড়ির হাবিলদার সাহাব উদ্দিন বুধবার রাতে উদ্ধার করেছেন। কিন্তু সাহাব উদ্দিন বৃহস্পতিবার দুপুরের পর বিষয়টি আমাকে জানান। ফলে আমি বিষয়টি আমার কর্তৃপক্ষকে যথাসময়ে জানাতে পারিনি।’এ বিষয়ে জৈষ্ঠ্য সহকারী পুলিশ সুপার সরাইল সার্কেল আনিছুর রহমান বলেন, বিষয়টি প্রত্যাহার নয়। তবে বাপন চক্রবর্তীকে সাময়িক সময়ের জন্য সরাইল থানায় সংযুক্ত করে তাঁর জায়গায় অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।