আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাক্ষণবাড়িয়ায় মধ্যরাতে কম্বল নিয়ে দরিদ্রের মাঝে দুই ইউএনও

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর 21 December 2020 ৩৬০

ব্রাক্ষণবাড়িয়া।।

ব্রাক্ষণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে পাওয়া কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার ২০ ডিসেম্বর রাতে ব্রাক্ষণবাড়িয়া সদর ও আখাউড়ার ইউএনও কম্বল নিয়ে অসহায় ও দরিদ্র মানুষের কাছে ছুটে যান।সদর উপজেলায় চিনাইর লাখুনিয়া দিঘী আশ্রয়ণ প্রকল্পে, কাঞ্চনপুর আশ্রয়নের পুনর্বাসিত পরিবারের মাঝে এবং ভাসমান বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা ইউএনও পংকজ বড়ুয়া, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ বি এম মশিউজ্জামান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান রাত ১১ টায় ১০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন।এদিকে আখাউড়ার শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশান থেকে কম্বল বিতরণ শুরু করেন ইউএনও নূর-এ আলম। পরে এতিমখানাসহ বিভিন্নস্থানে কম্বল বিতরণ করেন তিনি।