
ব্রাহ্মনবাড়ীয়া জেলা বাঞ্ছারাম পুর উপজেলা সোনারামপুর ইউপি, চেয়ারম্যান শাহীন এর বিভিন্ন অপকর্ম নিয়ে মানববন্দন ও বিহ্মোভ মিছিল কারার পর থেকেই চেয়ারম্যান শাহীন আমার বিরোদ্ধে কয়েকটি দৈনিক পত্রিকা ও আর টিভিতে সাজানো নাটক এর মত,মিথ্যা যে সংবাদ প্রকাশ করছে তা আদ্যো সত্য নয় ৪ নং সোনারামপুর ইউপি, চেয়ারম্যান শাহীন ঘর দেওয়ার নামে চল্লিশ লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং ২০১৭/২০১৮/২০১৯/২০২০ ইং সনের ট্যাক্সের টাকা আত্মসাৎ করে। জন্ম সনদে ৭শত টাকা থেকে ৩০০০ হাজার টাকা পযর্ন্ত নেয় মাতৃত্ব কালীন ভাতা প্রতি ওয়ার্ডে প্রায় ৬ জন প্রত্যেকে ২৮ হাজার টাকা মধ্যে ১২ হাজার টাকা করে পায়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার সকাল টাকা আত্মসাৎ করে ফেলে।এক জন প্রতিবন্ধী কানাই নগর গ্রামের রিয়া মনি ২০১৮ সালে তার নাম অন্তর ভূক্ত হওয়ার পর আজ পর্যন্ত কোন টাকা পায়নি বরং তার কাজ থেকে আরো ৬০০ টাকা নেই উক্ত চেয়ারম্যান।টি আর, কাবিখা, এল জিএসপি, এবং ওয়ান পার্সেনসহ সকল টাকা আত্বসাত করার ফলে আমি তার সকল অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমার নামে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মোঃ শাহজাহান
ইউপি সদস্য
২নং ওয়ার্ড চরমরিচাকান্দি
৪ নংসোনারামপুর ইউপি, বাঞ্ছারামপুর।