
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ডাকাতি করার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দিদার আলম(২৫)কে আটক করেছে পুলিশ।সোমবার (২৮ ডিসেম্বর) ভোর রাত আনুমানিক ৪টা সময় তাকে তার কাউতলির নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।পুলিশের কাছে আটককৃত দিদার আলম শহরের কাউতলি এলাকার মো. সেলিমের ছেলে।দিদার শহরের বিভিন্ন স্থানে নিজেকে ছাত্রলীগ নেতা দাবী করে ব্যানার-ফেস্টুন টানিয়েছেন। দিদার নিজেকে সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দাবী করতেন৷পুলিশ ও ঘটনাস্থল সূত্রে জানা যায়. গত ৯ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলিতে গ্যাসের লাইন চেক করার কথা বলে দিনে-দুপুরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছিল। ওই ঘটনার মূল হোতা দিদারকে ধরা হচ্ছে।এই ব্যাপারে দিদারের এলাকায় খোঁজ-খবর নিয়ে জানা যায়, আপন চাচাতো বোনের বাড়িতেই ডাকাতি করেছে দিদার। তার আগেও তার নামে মোটরসাইকেল চুরিসহ একাধিক মামলাও রয়েছে।এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী খায়রুল বলেন,, বিভিন্ন অভিযোগে দিদারকে অনেক আগেই সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এখন সে ছাত্রলীগের নাম বেঁচে চলে বলে অভিযোগ পেয়েছি। বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন সহ-সভাপতি পদ দেখা গেছে। এ দায়ভার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ নিবেনা।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ডাকাতির অভিযোগ পাওয়ার পর নিজেরা অনুসন্ধান করে তাকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে ডাকাতি করার তথ্য প্রমান পাওয়া গেছে।