
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের চট্রগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশগত ছাড়পত্র/নবায়ন বিহীন ও শর্তভঙ্গ করায় প্রতিষ্ঠানটিকে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।যার ফলে ব্রাহ্মণবাড়িয়ার মুন্সেফপাড়াস্থ খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এসময় এই আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করা হয়েছে।