আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

আখাউড়া 14 January 2021 ৩৬৭

আখাউড়া।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় ফিরোজ মিয়া (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল নামকস্থনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ মিয়া নয়াদিল গ্রামের উত্তর পাড়ার মৃত সিকান্দার মিয়ার ছেলে।স্থানীয়রা জানায় দুপুর সোয়া ১২ টার দিকে দুধ বিক্রেতা ফিরোজ মিয়া রেললাই পারাপার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা গিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
রেলওয়ে থানার ওসি শফিউল আজম জানান, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।