আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় লটারির ভর্তি পরীক্ষার ফলাফলে বালক বিদ্যালয়ে বালিকার নাম

ব্রাহ্মণবাড়িয়া সদর 14 January 2021 ৪৫৯

ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় লটারির মাধ্যমে হওয়া ভর্তি পরীক্ষার ফলাফলে বালক বিদ্যালয়ে নাম এসেছে বালিকার। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র আলোচনার সৃষ্টি হয়েছে। বর্ষা আক্তার নামে একজন ভর্তির সুযোগ পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ছেলেদের বিদ্যালয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে। লটারিতে নাম ওঠা বর্ষা আক্তার প্রথম শ্রেণিতে মর্নিং শিফটে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। যদিও, স্কুল কর্তৃপক্ষ নিশ্চিত নয় বর্ষা আক্তার ছেলে নাকি মেয়ে। ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘকাল ধরেই সেরা স্কুলের তালিকায় রয়েছে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। দেশের অন্যান্য সরকারি স্কুলগুলোর মতো এ স্কুলটিতে প্রথম ও ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য লটারি অনুষ্ঠিত হয়।জানা গেছে, গত সোমবার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে চলতি বছর প্রথম ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকার ২৩ নম্বরে স্থান পেয়েছে বর্ষা আক্তারের নাম। এছাড়া কয়েকজন শিক্ষার্থীর নাম একাধিকবারও উঠেছে তালিকায়। বিষয়টি নিয়ে তোলপাড় চলছে শহরে।অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন বলেন, ‘বর্ষা আক্তারের নামটি আমাদেরও চোখে পড়েছে। আমরা ভর্তি কার্যক্রম শুরুর পর জন্ম সনদ দেখে বলতে পারব এটি মেয়ে নাকি ছেলে।