আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু

নবীনগর 20 January 2021 ৩০৮

নবীনগর।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি গ্রামে আজ বুধবার ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার বড়িকান্দি গ্রামের পশ্চিম পাড়ায় মোস্তফা মিয়ার বাড়ির একটি ঘরে আজ ভোররাতে প্রচণ্ড শব্দে বিদ্যুতের একটি মিটার বিস্ফোরিত হয়। পরক্ষণেই বাড়ির গৃহকর্তা মোস্তফা মিয়া (৭০) ঘুম থেকে উঠে দৌড়ে ওই ঘরে যান। সেখানে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের একটি তারে তিনি বিদ্যুতস্পৃষ্ট হন।পরে তার ভাতিজা জসু মিয়া চাচা মোস্তফাকে মাটি থেকে তুলতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বিদ্যুৎস্পৃষ্ট দুজনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।খবর পেয়ে পাশ্ববর্তী সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মামুনূর রশীদ ঘটনাস্থলে ছুটে যান।নবীনগর থানার ওসি আমিনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।