আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়নগরে ইটভাটার দেয়াল পড়ে শ্রমিকের মৃত্যু

বিজয়নগর 24 January 2021 ৪৮৪

বিজয়নগর।।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি ইট ভাটায় সংস্কার কাজ করার সময় দেয়াল পড়ে খালেক মিয়া (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।্আজ রবিবার সকালে উপজেলার মীরপুরে টু-স্টার ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে। নিহত খালেক মিয়া ওই এলাকার মৃত গোলাম রহিমের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজয়নগরের টু-স্টার ইটভাটায় সংস্কার কাজ করছিলেন শ্রমিক খালেক মিয়া।এ সময় একটি দেয়াল ধ্বসে তার উপর পড়ে গেলে দু’টি পা ভেঙ্গে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক রনি তাকে মৃত ঘোষণা করেন।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, এই দুর্ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।