আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়া পৌরসভা নির্বাচন আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা

আখাউড়া, সারাদেশ 28 January 2021 ৩৫৮

আখাউড়।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা আসন্ন নির্বাচকে সামনে রেখে সুষ্ঠ ও শান্তি পূর্ণ পরিবেশে নির্বাচন পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।সভায় সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তা, পৌর নির্বাচনে অংশ গ্রহনকারী মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। এসময় আসন্ন আগামী ১৪ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনের আচরণ বিধি পালন ও সার্বিক আইনশৃঙ্খলা নিশ্চিতকরনসহ বিভিন্ন দিক নিদের্শনা মূলক আলোচনা হয়। জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আনিসুর রহমান, ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ফেরদৌস কবির,ভৈরব র‌্যাব এর কোম্পানি কমান্ডার ডিএডি মো. জামাল উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরে-এ আলম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রসুল আহমদ নিজামী প্রমূখ।এসময় আওয়ামীলীগের একক মেয়র প্রার্থী ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. তাকজিল খলিফা কাজল, বিদ্রোহী প্রার্থী সাবেক পৌর মেয়র মো. নূরুল হক ভূঁইয়া, মো. শফিকুল ইসলাম, বিএনপির একক প্রার্থী সাবেক সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু ও প্রতিটি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রশাসনিক কর্মকর্তারা অবাধ সুষ্ঠ ও সুন্দর পরিবেশে নির্বাচন পরিচালনার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহনের উদ্যোগ নেওয়া হবে বলে জানায়। পাশাপাশি নির্বাচন পরিচালনা কালীন সময়ে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকলকে সচেতন থাকার আহবান জানানো হয়।