আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

তিতাসে চুরি হওয়ার ১৫ ঘন্টা পর শিশু উদ্ধার।।আটক ১

সারাদেশ 29 January 2021 ৩৯৩

দাউদকান্দি(কুমিল্লা)।।
কুমিল্লার তিতাসে বসতঘরে সিঁদ কেটে চুরি হওয়া দেড় বছরের শিশুকে ১৫ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার উলুকান্দি থেকে চুরি হওয়ার ১৫ ঘন্টা পর একই উপজেলার বলরামপুর এলাকা থেকে উদ্ধার করা হয় । উদ্ধারকৃত শিশু রাইশা আক্তার মনাইরকান্দি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে দুবাই প্রবাসী হালিম মিয়ার কন্যা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী প্রবাসে থাকায় স্ত্রী জান্নাত আক্তার তার ছেলে ও মেয়েকে নিয়ে বাবার বাড়ি উলুকান্দিতে বসবাস করে আসছে। ভোর ৪টায় প্রকৃতির ডাকে জান্নাত বাহিরে যায়। ঘরে ফিরে দেখে তার মেয়ে রাইশা বিছানায় নেই এবং তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনও নেই। এক পর্যায়ে সে ঘরের এক পার্শ্বে সিদ কাটার দৃশ্য দেখতে পায়। পরে অপহরণকারীরা জান্নাতের ব্যবহৃত একটি মোবাইল থেকে তার ভাই আলমের মোবাইলে কল দেয় এবং বাচ্চা পেতে হলে ২ লাখ টাকা মুক্তিপন দাবী করেন। পুলিশকে জানালে বাচ্চাকে মেরে ফেলবে বলেও আলমকে হুমকি দেয়। জান্নাত ও আলম সকাল ৮টায় বিষয়টি থানা পুলিশকে জানায়। পরে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশনায় মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ টিম অভিযানে নামে। বিকাল ৩টায় কুমিল্লা ডিবি পুলিশের আরেকটি টিম অভিযানে অংশ নেয়।পরবর্তীতে অপহরণকারীদের সাথে ১ লাখ টাকা রফাদফা হয়। উক্ত টাকা নিয়ে জান্নাতকে হোমনা যেতে বলে। এক পর্যায়ে জান্নাত ও পুলিশের উদ্ধার টিম হোমনার হরিপুর চলে যায়। অপহরণকারীরা বিষয়টি আচ করতে পেরে জান্নাতকে একা ওপারচর আসতে বলে। হরিপুর থেকে নদী পাড় হয়ে জান্নাত ওপারচর আসার পর তাকে আর পাওয়া যায়নি।এদিকে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে তিতাস উপজেলার বলরামপুর এলাকা থেকে শিশু রাইশাকে উদ্ধার করে। এসময় রাইশাকে কোলে নিয়ে থাকা বলরামপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে কবির হোসেনকে পুলিশ আটক করে। তল্লাশি করে কবিরের কাছ থেকে জান্নাতের ব্যবহৃত একটি মোবাইলও পাওয়া যায়। মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, আমাদের পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশনা ছিল শিশুটিকে জীবিত উদ্ধার করা। তথ্য প্রযুক্তির সহায়তায় থানা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে শিশুটিকে আমরা জীবিত উদ্ধার করেছি এবং একজনকে আটক করেছি। এর সাথে যারা যারা জড়িত তাদের চিহ্নিত করা হচ্ছে। আশা করছি খুব শীঘ্রই তাদেরকেও আটক করতে পারবো।