আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাক্ষণবাড়িয়ায় ট্রাক উল্টে ভ্যান চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া সদর 29 January 2021 ৩৯৫

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই ট্রাক উল্টে চাপা পড়ে আলামিন (৩৮) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরের পুনিয়াউট বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আলামিন জেলার কসবা উপজেলার খেওড়া গ্রামের মৃত আবু তাহের মিয়ার ছেলে। এ ঘটনায় রাব্বি নামের আরও এক ভ্যান চালক আহত হয়েছেন।জানা যায়, সকালে কুমিল্লা থেকে ছেড়ে আসা ধান বোঝাই করা ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড যাওয়ার পথে পুনিয়াউট বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি দুমড়ে মুচড়ে যায়।এ সময় সড়কের পাশে দাড়িয়ে থাকা ভ্যান চালক ট্রাকটির নিচে চাপা পড়ে। এতে ভ্যান চালক আলামিন নিহত ও রাব্বি আহত হয়।খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।