
ব্রাক্ষণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া টাউন খাল রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে শহরের থানা ব্রিজে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর’ এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনটির নেতৃবৃন্দরা ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষজন অংশ নেন। মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন, নোঙর’র কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন শামস,জেলা খেলাঘর আসরের সাধারন সম্পাদক নীহার রন্জন সরকার,কমরেড নজরুল ইসলাম, জেলা বাসদের আহব্বায়ক প্রবীর চৌধূরী রিপন প্রমুখ।এ সময় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী টাউন খালটি ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের সাথে মিশে আছে। খালটি রক্ষার্থে বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রাম হয়েছে। কিন্তু কোনো প্রতিকার হয়নি। তাই এই খালটি রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান।