আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে গাঁজাসহ মা মেয়ে আটক

নবীনগর 30 January 2021 ৩৫৯

নবীনগর।।

নবীনগরে গাঁজা বহনের সময় মা মেয়েকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।শনিবার সকালে দুজন নারীকে সন্দেহজনক ভাবে ব্যাগ নিয়ে মহেশপুর নৌকা ঘাট থেকে বিল দিয়ে হেঁটে জাফরপুর ও বাছিদপুর গ্রামের ভেতর দিয়ে অন্যত্র যাওয়ার কথা।এরই মধ্যে জাফরপুর গ্রামের পূর্ব পাশে এসে পৌঁছলে কতিপয় যুবক তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা মেয়ের আচরণ সন্দেহজনক হলে তারা তাৎক্ষণিকভাবে ইউপি চেয়ারম্যান আবু মোছাকে জানালে ইউপি চেয়ারম্যান দ্রুত নবীনগর থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।সাথে সাথেই নবীনগর থানার এসআই খলিলুর রহমান ও এএসআই রাজিব দাস সঙ্গীয় ফোর্স নিয়ে এতিমখানা এসে সন্দেহভাজন মা মেয়ের ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করেন।গাঁজা বহনকারী মা মেয়ে মুরাদনগর উপজেলার নবীপুর গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা যায়।এ বিষয়ে এসআই খলিলুর রহমান বলেন,১০ কেজি গাঁজা বহনকারী মা মেয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে,আগামীকাল তাদের আদালতে সোপর্দ করা হবে।