
নবীনগর।।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ঘরের চালের ওপর বড়ুই শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নাটঘর ইউপির কুড়িঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম উপজেলার নাটঘর ইউপির কুড়িঘর গ্রামের পশ্চিম পাড়ার সহিদ মিয়ের ছেলে।জানা যায়, দুপুর আড়াইটার দিকে শিশু মুস্তাকিম বড়ুই শুকানোর জন্য ঘরের টিনের চালে উঠে। ঘরের চালের সঙ্গে থাকা বিদ্যুতের ঝুলন্ত তারে স্পৃষ্ট হয় মুস্তাকিম। তার মা ছেলেকে টিনের চালের ওপর পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা মুস্তাকিমকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসক ডা. এবিএম মূসা চৌধুরী মুস্তাকিমকে মৃত ঘোষণা করেন।তিনি বলেন, হাসপাতালে আনার আগেই সে মারা গেছে। পরিবারের লোকেরা মুস্তাকিমের মরদেহ নিয়ে বাড়িতে চলে যায়।নাটঘর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে।