
নাসিরনগর।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরসগরে ভলাকুট ইউনিয়নের বাঘী থেকে রতনপুর ৫ কিঃমিঃ রাস্তা অার রতনপুর চাতলপাড় বেমালিয়া নদীর উপর একটি ব্রীজের অভাবে প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছে হাজার হাজার নারী পুরুষ পথচারী অার স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা।উপজেলার ভাটি অঞ্চলের মাঝে চাতলপাড়ে রয়েছে বড় ও চকবাজার নামে দুটি বাজার।প্রতি সপ্তাহে দুদিন বসে হাট।তাছাড়াও সেখানে গরুর হাট ছাড়াও সেখানে রয়েছে স্কুল,কলেজ,লঞ্চঘাট।উক্ত রাস্তা ও বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন উপজেলার বাহিরের যেমন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম ও সরাইল উপজেলার তেলিকান্দি সহ অারো দুই উপজেলার রয়েছে সচরাচর যাতায়াত বলে জানায় স্থানীয়রা।
চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ মোঃ অাব্দুল অাহাদ জানান,২ বছর পূর্বে রাস্তাটির সার্ভের কাজ সম্পন্ন হলেও অজ্ঞাত কারনে কাজটি বাতিল হয়ে যায়।তিনি অারো বলেন বেমালিয়া নদীর উপর নির্মিত বাশেঁর ঝুকিপুর্ন সাঁকোতে হাজার হাজার পথচারীরা চলাচল করতে গিয়ে ঘটছে অনেক দুর্ঘটনা।দুর্ঘটনা রোধে চেয়ারম্যানের পহ্ম থেকে দেয়া হয়েছে দুইজন পাহাড়াদার।জনগণের দুঃখ দুর্দশা দুর করতে দ্রুত ঝুকিপুর্ন ব্রিজও রাস্তাটি নির্মানের জন্য এলাকাবাসী মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য অালহাজ্ব বি,এম, ফরহাদ হোসেন সংগ্রাম এম পির দ্রুত হস্তহ্মেপ কামনা করছেন।