
নিজস্ব প্রতিবেদক:-
মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার পাইকপাড়া গ্রামের শ্রী শ্রী রামকৃষ্ণ দেব মন্দির ও সেবাশ্রম এর জমি জবরদখল এর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করে মন্দির কমিটি।
৮ ফেব্রুয়ারী ২০২১ রোজ সোমবার সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব মন্দির ও সেবাশ্রম এর সভাপতি সুনীল চন্দ্র মন্ডল ,শ্যামল মন্ডল ,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর সিনিয়র সহ সভাপতি প্রদীপ কুমার পাল,হিন্দু মহাজোট এর কেন্দ্রীয় নেতা শ্রী নরেশ হালদার ,বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এর সভাপতি শ্রী সাজেন কৃষ্ণ বল,হিউম্যান ফিল্যানথ্রপী সোসাইটি মুন্সিগঞ্জ সদর থানার সভাপতি লিটন তালুকদার প্রমুখ।
সাংবাদিক সম্মেলন তারা বলেন বংশ পরমপরায় শ্রী শ্রী রামকৃষ্ণ দেব মন্দির ও সেবাশ্রম এর সেবায়েত এর দায়ীত্ব পালন করে আসছে এবং এটি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ধর্মমন্ত্রনালয়ের তালিকাভুক্ত মন্দির।কাগজপত্র অনুযায়ী এই মন্দিরের নামে ২৯ শতাংশ জমি রেকর্ডভুক্ত করা হয়েছে।
কিন্তু কিছু ভূমিদস্যু মন্দিরের জমি দখল করে স্কুলের পর্যাপ্ত জমি থাকার পরেও জবরদখল করে স্কুল ঘর নির্মান করে ।বাধা প্রদান করলে বিভিন্ন ধরনের হুমকি দেয় ও মারধর করে ।
উক্ত অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে শুরুকরে সকল প্রশাশনিক দপ্তরে প্রেরন করা হয়েছে।কিন্তু কোনো যায়গা থেকে আজ পর্যন্ত কোনো সুরহা পাইনি।
ভূমিদস্যুরা হলেন ১,আক্তার মোল্লা(৪৫)পিতা-আব্দুল আজিজ মোল্লা, ২,আকবর (৪৮)পিতা-রব বাবুজা, ৩,আক্তার মন্ডল (৫০)পিতা-ইয়াজ উদ্দিন মন্ডল, ৪ .সেলিম মেম্বর (৪৫)পিতা-আবুল দপ্তুরী, ৫ , ম্যাগজিন শেখ (৩২), ৬,রকিব শেখ (২৬)উভয় পিতা -সাফাজ উদ্দিন শেখ ,সর্বসাং-পাইকপাড়া ,৭,দেলোয়ার হোসেন (৫০)পিতা হেলু দালাল,সাং-পানহাটা,সর্বথানা টঙ্গীবাড়ী ,জেলা -মুন্সিগঞ্জ।
সন্ত্রাসীগন এতটাই ভয়ংকর যে তাদের ভয়ে এলাকায় কেহই মুখ খুলিতে সাহস পায় না।বর্তমানে পরিবার গুলি চরম নিরাপত্তাহীনতায় ভূগছে।ভুক্তভুগিরা নিরাপত্তা, ন্যায় বিচার ও দখলকৃত জমি ফেরত প্রদানের প্রার্থনা করছে।